গায়িকা ফারিণের শুরু, সঙ্গে তাহসান
গত বছরের ২০ ফেব্রুয়ারি প্রথম আলোর কার্যালয়ে এসে হারমোনিয়াম বাজিয়ে ডি এল রায়ের গানের কিছু অংশ গেয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ওই সময় তাঁর গান গাওয়ার একটি ভিডিও ক্লিপস ফেসবুকে ভাইরাল হয়।
ফারিণের ভক্ত-অনুসারীরা গানটি বেশ পছন্দ করেন। ভিডিওর নিচে মন্তব্যের ঘরে অনেকেই তাঁকে নিয়মিত গান করার অনুরোধ করেন। এর পর থেকে নানা সময় নানা জায়গা থেকে গান করার অনুরোধ আসতে থাকে এই অভিনেত্রীর কাছে। সম্প্রতি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামে তাহসানের সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ফারিণ। ২ মার্চ গানটির ভিডিও ধারণ হয়েছে। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
ফারিণ বলেন, ‘নানা সময়ে, নানা অনুষ্ঠানে অনুরোধে গানের অংশ বিশেষ গাওয়া হয়েছে। সেসব গান শুনে অনেকেই গান করার অনুরোধ করে আসছিলেন। হঠাৎ করেই হানিফ সংকেত দাদার কাছে থেকে এই গানের জন্য প্রস্তাব আসে। গানটির ডেমো শুনে পছন্দ হয়।
তা ছাড়া গান গাওয়ার ব্যাপারে বকুল ভাই ও তাহসান ভাই আগে থেকেই উৎসাহ দিয়ে আসছিলেন। তবে এমন হুট করেই গান গাইব, ভাবিনি।’
ছোটবেলা থেকেই গান করতেন ফারিণ। তৃতীয় শ্রেণি থেকে কলেজে পড়া পর্যন্ত নজরুলসংগীত শিখেছেন। কোনো একদিন গান করা হবে, ভাবনায় ছিল তাঁর।
তাহসানের সঙ্গে গানটি গাওয়া তাঁর জন্য অন্য রকম অনুভূতির। অনেক আগে থেকেই এই গায়কের গানের ভক্ত তিনি। এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘প্রথম গান করলাম। তা-ও আবার তাহসান ভাইয়ের সঙ্গে। গানটির সঙ্গে সব প্রিয় মানুষ জড়িত। তাহসান ভাই তো আছেনই। গানটির গীতিকার বকুল ভাই, সুর ও সংগীত করেছেন ইমরান ভাই। প্রথম গানটিই আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’
কেমন হলো গানটি, জানতে চাইলে ফারিণ বলেন, ‘ভালো হয়েছে। শোনার পর মনে হয়েছে, ভিন্ন ধরনের গান হয়েছে। এটি উৎসবের গান। ফিল-গুড টাইপ। আমার বিশ্বাস, সব শ্রেণির শ্রোতা-দর্শকের কাছে ভালো লাগবে এটি।’
এরই মধ্যে একটি বিজ্ঞাপনেও জিঙ্গেল করেছেন এই অভিনেত্রী। এখন থেকে মাঝেমধ্যে জিঙ্গেল, অডিও গান করার ইচ্ছার কথা জানালেন ফারিণ। বলেন, ‘গানটি করার পরপরই জিঙ্গেলে কণ্ঠ দিয়েছি। গান গাওয়ার ব্যাপারটি ভালোই লাগছে। ভবিষ্যতে আরও জিঙ্গেল কিংবা গান করার সাহস পাচ্ছি।’
ছোটবেলা থেকে গায়িকা হবেন, এমন স্বপ্নের কথা প্রায় চার-পাঁচ বছর আগে একটি নাটকের শুটিংয়ে তাহসানের কাছে বলেছিলেন ফারিণ। এরপর খালি গলায় ফারিণের কিছু গান শোনার সুযোগ হয় তাহসানের। একদিন পিয়ানোর তালে ফারিণের কণ্ঠে গান শুনে অবাক হন তাহসান। তখন থেকেই ইচ্ছা ছিল, সময়-সুযোগ হলে ফারিণের সঙ্গে একটি গান করবেন তিনি। তাহসান বলেন, ‘এবার সেই সুযোগ হয়ে গেল। হানিফ সংকেত দাদা গত মাসে আমাকে ফোন দিয়ে বললেন, ‘‘ইত্যাদি”র জন্য দ্বৈত গান করতে চান। আমি বললাম, নতুন একজন করলে ভালো হয়। তখন ফারিণের কথা বললাম দাদাকে। ফারিণকে ফোন দেন দাদা। ফারিণও আগ্রহ দেখায়।’
গানটি নিয়ে তাহসান আরও বলেন, ‘এ ধরনের গান আগে করিনি। খুবই উৎসবের আমেজ নিয়ে, আনন্দময় একটি গান হয়েছে। রেকর্ডিংয়ের সময় আমার স্কেলেই ধরেছিলাম। কিন্তু ফারিণের জন্য একটু কষ্টই হচ্ছিল। পরে একটু নিচু স্কেলে গানটি করেছি। ফারিণ যে এত ভালো গাইবে, বুঝিনি। আমার বিশ্বাস, আগামী ঈদে গানটি নিয়ে আলোচনা হবে।’
এদিকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে কাজ আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘অসময়’ মুক্তির পর প্রশংসিত হয়েছেন ফারিণ। এখন তিনি আলোচনায় চরকিতের মুক্তি পাওয়া শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’র জন্য। সিনেমাটি প্রীতম-ফারিণ জুটিকে দারুণ পছন্দ করেছেন দর্শকেরা।
সিনেমাটি নিয়ে ফারিণ বলেন, ‘পরপর দুটি ওয়েব ফিল্মই দর্শকেরা পছন্দ করেছেন। অমি ভাই, শিহাব শাহীন ভাইয়ের মতো দুজন ভালো নির্মাতার দুই ধরনের গল্পের কাজ দর্শক পছন্দ করেছেন। এই দুটি ফিল্মে দর্শকের সাড়া দেখে আমার কাছে মনে হয়েছে, পরিচালক ও শিল্পীদের সফল মেলবন্ধন হয়েছে ছবি দুটিতে। দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ।’
অন্যদিকে ‘অভিমান আমার’ অ্যালবাম প্রকাশের প্রায় ছয় বছর পর নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন তাহসান। চলতি বছরের মাঝামাঝিতে এটি প্রকাশিত হতে পারে। এরই মধ্যে ছয়-সাতটি গানের কম্পোজিশন শেষ হয়েছে অ্যালবামটির। তাহসান বলেন, ‘চলতি বছরে নতুন অ্যালবামের কাজ ধরেছি। সাধারণত ১১-১২টি গান নিয়ে অ্যালবাম হয়। কিন্তু আমার এই অ্যালবামে আরও বেশি গান থাকবে। এমনও হতে পারে, ফারিণকে নিয়েও এই অ্যালবামে একটি গান থাকতে পারে।’
প্রায় দুই বছর হলো কোনো নাটকে কাজ করেননি তাহসান। তবে এই সংগীতশিল্পী জানিয়েছেন, আগামী মাসে একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু হতে পারে।
তাহসান ও ফারিণের দ্বৈত কণ্ঠে গাওয়া গানটি আগামী ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় ‘ইত্যাদি’তে প্রচারিত হওয়ার কথা।
বাংলাদেশের ২০২৫ সালের সেরা ১০ চলচ্চিত্র: শিল্প, দর্শক ও পরিবর্তনের ধারা
স্টাফ রিপোর্টার।
২০২৫ সালটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ মাইলফলক। শিল্পী, নির্মাতা ও প্রযোজকরা বিভিন্ন ঘরানায় নতুন অভিজ্ঞতা নিয়ে দর্শকের...
১৯ ডিসেম্বর ২০২৫ ০৪:০৮ PMদক্ষিণ কোরিয়ার ২০২৫ সালের চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রের জগতে বিশেষ অবস্থানে রয়েছে। কো-সিনেমা (K-Cinema) শুধু নিজ দেশে নয়, আন্তর্জাতিক ফেস্টিভাল, স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং...
১৯ ডিসেম্বর ২০২৫ ০৩:২৮ PMনতুন বিজ্ঞাপনের শুটিং করলেন নির্মাতা নাসিম সাহনিক
স্টাফ রিপোর্টার।
গোয়েন্দাগিরিখ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক আবার ক্যামেরা হাতে নিয়ে শুটিং এ নামলেন। তিনি একটি বিজ্ঞাপন চিত্রের শুটিং করলেন মিরপুর এক এর কম্বাইন্ড...
০৬ ডিসেম্বর ২০২৫ ০৬:১৬ AMরেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
নাসিম সাহনিক
রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হলো এই অঞ্চলের অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব এবং সৌদি আরবের প্রথম ও একমাত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
টানা ১০ দিন ধরে...
০৫ ডিসেম্বর ২০২৫ ০২:১৪ AMদীপ্ত প্লে এর তিন বছর পূর্তি: ডিজিটাল বিনোদনের নতুন দিগন্ত
স্টাফ রিপোর্টার।
বাংলাদেশে ডিজিটাল বিনোদনের জগতে গত কয়েক বছরে যে বিপ্লব ঘটেছে, তার অন্যতম প্রধান অংশীদার হলো দীপ্ত প্লে। অনলাইন ভিত্তিক এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি যাত্রা...
ব্যাচেলর ইন ট্রিপের প্রথম দিনের কালেকশন ৩৫.৭ হাজার টাকা
স্টাফ রিপোর্টার।
আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তারকাবহুল আলোচিত চলচ্চিত্র ব্যাচেলর ইন ট্রিপ । চলচ্চিত্রটি ৩ অক্টোবর বাংলাদেশের হলগুলোতে মুক্তি পায়। মুক্তির প্রথম দিন বাংলাদেশের হলগুলো...
তারুণ্যের ফ্যাশন
স্টাফ রিপোর্টার.
নিজেকে রুচিশীল হিসেবে উপস্থাপন করার জন্য তরুণীরা বরাবরই চেষ্টা করে থাকে। এজন্য বাজার ঘুরে ফ্যাশনাবল পোশাকগুলোকেই তারা বেছে নেয়। ফ্যাশন...
বাংলাদেশের ২০২৫ সালের সেরা ১০ চলচ্চিত্র: শিল্প, দর্শক ও পরিবর্তনের ধারা
স্টাফ রিপোর্টার।
২০২৫ সালটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ মাইলফলক। শিল্পী, নির্মাতা ও প্রযোজকরা বিভিন্ন ঘরানায় নতুন অভিজ্ঞতা নিয়ে দর্শকের...
১৯ ডিসেম্বর ২০২৫ ০৪:০৮ PMদক্ষিণ কোরিয়ার ২০২৫ সালের চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার.
দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রের জগতে বিশেষ অবস্থানে রয়েছে। কো-সিনেমা (K-Cinema) শুধু নিজ দেশে নয়, আন্তর্জাতিক ফেস্টিভাল, স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং...
১৯ ডিসেম্বর ২০২৫ ০৩:২৮ PMরিভেরিয়া ড্রিমস
রিভেরিয়া ড্রিমস
নাসিম সাহনিক
ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরের নীল জলরাশির ধারে বিস্তৃত শহর— ফ্রেঞ্চ রিভেরিয়া। সূর্য এখানে ওঠে যেন সোনার তুলিতে আঁকা এক...
১১ ডিসেম্বর ২০২৫ ০৬:২৯ AM২০২৫ সালের ১০টি উল্লেখযোগ্য ফরাসি চলচ্চিত্র
নাসিম আহমেদ
নিচে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত বা আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত ১০টি সবচেয়ে চিন্তাশীল ও প্রভাবশালী ফরাসি চলচ্চিত্রের তালিকা দেওয়া হলো — প্রতিটির সংক্ষিপ্ত কাহিনি, থিম...
১১ ডিসেম্বর ২০২৫ ০৬:০৯ AM২০২৫ — ফরাসি সিনেমায় নতুন ভাবনায় এক যাত্রা
নাসিম আহমেদ.
২০২৫ সাল ফরাসি সিনেমার জন্য একটি উত্সাহী ও পরিপ্রেক্ষিতগত বছর। ক্লাসিক সাহিত্য থেকে আধুনিক সামাজিক বিষয়, পারিবারিক সংকট থেকে একান্ত ব্যক্তির অভ্যন্তরীণ যাত্রা — এখানে...
১১ ডিসেম্বর ২০২৫ ০৫:৫০ AM