গায়িকা ফারিণের শুরু, সঙ্গে তাহসান

গত বছরের ২০ ফেব্রুয়ারি প্রথম আলোর কার্যালয়ে এসে হারমোনিয়াম বাজিয়ে ডি এল রায়ের গানের কিছু অংশ গেয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ওই সময় তাঁর গান গাওয়ার একটি ভিডিও ক্লিপস ফেসবুকে ভাইরাল হয়।
ফারিণের ভক্ত-অনুসারীরা গানটি বেশ পছন্দ করেন। ভিডিওর নিচে মন্তব্যের ঘরে অনেকেই তাঁকে নিয়মিত গান করার অনুরোধ করেন। এর পর থেকে নানা সময় নানা জায়গা থেকে গান করার অনুরোধ আসতে থাকে এই অভিনেত্রীর কাছে। সম্প্রতি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামে তাহসানের সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ফারিণ। ২ মার্চ গানটির ভিডিও ধারণ হয়েছে। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
ফারিণ বলেন, ‘নানা সময়ে, নানা অনুষ্ঠানে অনুরোধে গানের অংশ বিশেষ গাওয়া হয়েছে। সেসব গান শুনে অনেকেই গান করার অনুরোধ করে আসছিলেন। হঠাৎ করেই হানিফ সংকেত দাদার কাছে থেকে এই গানের জন্য প্রস্তাব আসে। গানটির ডেমো শুনে পছন্দ হয়।
তা ছাড়া গান গাওয়ার ব্যাপারে বকুল ভাই ও তাহসান ভাই আগে থেকেই উৎসাহ দিয়ে আসছিলেন। তবে এমন হুট করেই গান গাইব, ভাবিনি।’
ছোটবেলা থেকেই গান করতেন ফারিণ। তৃতীয় শ্রেণি থেকে কলেজে পড়া পর্যন্ত নজরুলসংগীত শিখেছেন। কোনো একদিন গান করা হবে, ভাবনায় ছিল তাঁর।
তাহসানের সঙ্গে গানটি গাওয়া তাঁর জন্য অন্য রকম অনুভূতির। অনেক আগে থেকেই এই গায়কের গানের ভক্ত তিনি। এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘প্রথম গান করলাম। তা-ও আবার তাহসান ভাইয়ের সঙ্গে। গানটির সঙ্গে সব প্রিয় মানুষ জড়িত। তাহসান ভাই তো আছেনই। গানটির গীতিকার বকুল ভাই, সুর ও সংগীত করেছেন ইমরান ভাই। প্রথম গানটিই আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’
কেমন হলো গানটি, জানতে চাইলে ফারিণ বলেন, ‘ভালো হয়েছে। শোনার পর মনে হয়েছে, ভিন্ন ধরনের গান হয়েছে। এটি উৎসবের গান। ফিল-গুড টাইপ। আমার বিশ্বাস, সব শ্রেণির শ্রোতা-দর্শকের কাছে ভালো লাগবে এটি।’
এরই মধ্যে একটি বিজ্ঞাপনেও জিঙ্গেল করেছেন এই অভিনেত্রী। এখন থেকে মাঝেমধ্যে জিঙ্গেল, অডিও গান করার ইচ্ছার কথা জানালেন ফারিণ। বলেন, ‘গানটি করার পরপরই জিঙ্গেলে কণ্ঠ দিয়েছি। গান গাওয়ার ব্যাপারটি ভালোই লাগছে। ভবিষ্যতে আরও জিঙ্গেল কিংবা গান করার সাহস পাচ্ছি।’
ছোটবেলা থেকে গায়িকা হবেন, এমন স্বপ্নের কথা প্রায় চার-পাঁচ বছর আগে একটি নাটকের শুটিংয়ে তাহসানের কাছে বলেছিলেন ফারিণ। এরপর খালি গলায় ফারিণের কিছু গান শোনার সুযোগ হয় তাহসানের। একদিন পিয়ানোর তালে ফারিণের কণ্ঠে গান শুনে অবাক হন তাহসান। তখন থেকেই ইচ্ছা ছিল, সময়-সুযোগ হলে ফারিণের সঙ্গে একটি গান করবেন তিনি। তাহসান বলেন, ‘এবার সেই সুযোগ হয়ে গেল। হানিফ সংকেত দাদা গত মাসে আমাকে ফোন দিয়ে বললেন, ‘‘ইত্যাদি”র জন্য দ্বৈত গান করতে চান। আমি বললাম, নতুন একজন করলে ভালো হয়। তখন ফারিণের কথা বললাম দাদাকে। ফারিণকে ফোন দেন দাদা। ফারিণও আগ্রহ দেখায়।’
গানটি নিয়ে তাহসান আরও বলেন, ‘এ ধরনের গান আগে করিনি। খুবই উৎসবের আমেজ নিয়ে, আনন্দময় একটি গান হয়েছে। রেকর্ডিংয়ের সময় আমার স্কেলেই ধরেছিলাম। কিন্তু ফারিণের জন্য একটু কষ্টই হচ্ছিল। পরে একটু নিচু স্কেলে গানটি করেছি। ফারিণ যে এত ভালো গাইবে, বুঝিনি। আমার বিশ্বাস, আগামী ঈদে গানটি নিয়ে আলোচনা হবে।’
এদিকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে কাজ আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘অসময়’ মুক্তির পর প্রশংসিত হয়েছেন ফারিণ। এখন তিনি আলোচনায় চরকিতের মুক্তি পাওয়া শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’র জন্য। সিনেমাটি প্রীতম-ফারিণ জুটিকে দারুণ পছন্দ করেছেন দর্শকেরা।
সিনেমাটি নিয়ে ফারিণ বলেন, ‘পরপর দুটি ওয়েব ফিল্মই দর্শকেরা পছন্দ করেছেন। অমি ভাই, শিহাব শাহীন ভাইয়ের মতো দুজন ভালো নির্মাতার দুই ধরনের গল্পের কাজ দর্শক পছন্দ করেছেন। এই দুটি ফিল্মে দর্শকের সাড়া দেখে আমার কাছে মনে হয়েছে, পরিচালক ও শিল্পীদের সফল মেলবন্ধন হয়েছে ছবি দুটিতে। দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ।’
অন্যদিকে ‘অভিমান আমার’ অ্যালবাম প্রকাশের প্রায় ছয় বছর পর নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন তাহসান। চলতি বছরের মাঝামাঝিতে এটি প্রকাশিত হতে পারে। এরই মধ্যে ছয়-সাতটি গানের কম্পোজিশন শেষ হয়েছে অ্যালবামটির। তাহসান বলেন, ‘চলতি বছরে নতুন অ্যালবামের কাজ ধরেছি। সাধারণত ১১-১২টি গান নিয়ে অ্যালবাম হয়। কিন্তু আমার এই অ্যালবামে আরও বেশি গান থাকবে। এমনও হতে পারে, ফারিণকে নিয়েও এই অ্যালবামে একটি গান থাকতে পারে।’
প্রায় দুই বছর হলো কোনো নাটকে কাজ করেননি তাহসান। তবে এই সংগীতশিল্পী জানিয়েছেন, আগামী মাসে একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু হতে পারে।
তাহসান ও ফারিণের দ্বৈত কণ্ঠে গাওয়া গানটি আগামী ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় ‘ইত্যাদি’তে প্রচারিত হওয়ার কথা।
মুকিত জাকারিয়া অভিনীত চলচ্চিত্র ব্যাচেলর ইন ট্রিপ আসছে পূজা উৎসবে
স্টাফ রিপোর্টার।
মুকিত জাকারিয়া অভিনীত নতুন চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ নামের চলচ্চিত্রটি এই পূজার উৎসবে মুক্তি পাবে।...
৩১ আগস্ট ২০২৫ ০৩:২৩ PMআসছে শিশির আহমেদ অভিনীত নতুন চলচ্চিত্র ব্যাচেলর ইন ট্রিপ
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে কর্পোরেট ব্যাচেলর...
২৮ আগস্ট ২০২৫ ০৪:২৪ AMব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের ইলেকট্রনিকস পার্টনার হলো পারফেক্ট ইলেকট্রনিকস
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে ইলেকট্রনিকস...
১৯ আগস্ট ২০২৫ ০৫:০০ AMব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের বিশেষ ব্র্যান্ড পার্টনার হলো ওয়ারফেয়ার গ্রুপ
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে বিশেষ ব্র্যান্ড...
১৮ আগস্ট ২০২৫ ০১:০২ PMবাংলাদেশের গর্ব: জয়া আহসানের সিনেমা-যাত্রা
স্টাফ রিপোর্টার।
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে নারীদের মধ্যে যারা অভিনয়শিল্পকে সত্যিকারের শিল্পে উন্নীত করেছেন, তাদের অন্যতম একজন হচ্ছেন জয়া আহসান। অভিনয়ের প্রতি তাঁর নিষ্ঠা,...
০১ আগস্ট ২০২৫ ১০:২৯ AMমাছরাঙা টেলিভিশনের ১৪ বছর: একযুগ পেরিয়ে নতুন দিগন্তে
স্টাফ রিপোর্টার।
বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার জগতে মাছরাঙা টেলিভিশন একটি উল্লেখযোগ্য নাম। ২০১১ সালের ৩০ জুলাই আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে এই চ্যানেলটি। সেই থেকে আজ ১৪টি বছর...
০১ আগস্ট ২০২৫ ০৫:১৩ AMপ্রকাশিত হলো শিল্পী পূজার পূজা উৎসবের চলচ্চিত্রের গান
স্টাফ রিপোর্টার।
গতকাল ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় টাইগার মিডিয়ার সঙ্গীত বিষয়ক ইউটিউব চ্যানেল টাইগার মিউজিকে প্রকাশিত হয়েছে ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের প্রথম গান ‘বন্ধুদের...
০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৫:২৬ PMমুকিত জাকারিয়া অভিনীত চলচ্চিত্র ব্যাচেলর ইন ট্রিপ আসছে পূজা উৎসবে
স্টাফ রিপোর্টার।
মুকিত জাকারিয়া অভিনীত নতুন চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ নামের চলচ্চিত্রটি এই পূজার উৎসবে মুক্তি পাবে।...
৩১ আগস্ট ২০২৫ ০৩:২৩ PMআসছে শিশির আহমেদ অভিনীত নতুন চলচ্চিত্র ব্যাচেলর ইন ট্রিপ
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে কর্পোরেট ব্যাচেলর...
২৮ আগস্ট ২০২৫ ০৪:২৪ AMব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের টিকেট কিনলেই রয়েছে পারফেক্ট ইলেকট্রনিকস এর পক্ষ থেকে পুরস্কার
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে ইলেকট্রনিকস...
১৯ আগস্ট ২০২৫ ০৫:৪০ AMব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের ইলেকট্রনিকস পার্টনার হলো পারফেক্ট ইলেকট্রনিকস
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে ইলেকট্রনিকস...
১৯ আগস্ট ২০২৫ ০৫:০০ AMব্যাচেলর ইন ট্রিপ এর টিকেট কিনলেই রয়েছে ওয়ারফেয়ার গ্রুপের পক্ষ থেকে পুরস্কার জেতার সুযোগ
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে বিশেষ ব্র্যান্ড...
১৯ আগস্ট ২০২৫ ০৪:০৩ AM