বাংলাদেশের গর্ব: জয়া আহসানের সিনেমা-যাত্রা

স্টাফ রিপোর্টার।
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে নারীদের মধ্যে যারা অভিনয়শিল্পকে সত্যিকারের শিল্পে উন্নীত করেছেন, তাদের অন্যতম একজন হচ্ছেন জয়া আহসান। অভিনয়ের প্রতি তাঁর নিষ্ঠা, চরিত্র বিশ্লেষণের গভীরতা এবং আন্তর্জাতিক মানের উপস্থাপন তাঁকে এনে দিয়েছে অসংখ্য পুরস্কার ও সম্মান। এই প্রবন্ধে আমরা তাঁর চলচ্চিত্র ক্যারিয়ারের সূচনা থেকে আন্তর্জাতিক খ্যাতি অর্জনের পথচলা নিয়ে বিশদ আলোচনা করব। প্রারম্ভিক জীবন ও টেলিভিশন থেকে সিনেমায় প্রবেশ। তাঁর পুরো নাম জয়া মাসুদ আহসান। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই শিল্প ও সংস্কৃতির প্রতি ছিলো তাঁর গভীর অনুরাগ। বিশেষ করে সঙ্গীত ও চিত্রাঙ্কনে ছিল তাঁর দক্ষতা। তিনি বাংলাদেশের চারুকলা ইনস্টিটিউট থেকেও শিক্ষা গ্রহণ করেন। জয়ার মিডিয়াতে প্রথম পদার্পণ ঘটে মডেলিংয়ের মাধ্যমে। ১৯৯০-এর দশকে তার ক্যারিয়ার শুরু হয় টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে। এরপর তিনি নাট্যজগতে প্রবেশ করেন এবং খুব দ্রুত দর্শকের প্রিয় মুখ হয়ে ওঠেন। ‘পাঁচফোড়ন’, ‘তুমি যে এমন’, ‘আঁধারে আলো’, ‘মেজবান’ সহ অসংখ্য জনপ্রিয় নাটকে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা লাভ করে। চলচ্চিত্রে অভিষেক ও প্রথম সাফল্য জয়ার চলচ্চিত্র অভিষেক ঘটে ২০০৪ সালে, “ব্যাচেলর” সিনেমার মাধ্যমে। পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর এই সিনেমায় তাঁর অভিনয় ছিলো সংক্ষিপ্ত কিন্তু মনোমুগ্ধকর। এরপর ২০১১ সালে নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত “গেরিলা” সিনেমায় বেগম বিলকিস চরিত্রে তাঁর অসাধারণ অভিনয় তাঁকে দেশজুড়ে প্রশংসিত করে তোলে। মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমাটি তাঁকে এনে দেয় প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গেরিলা ছিল জয়ার চলচ্চিত্র ক্যারিয়ারে মোড় ঘোরানো কাজ। এই সিনেমার পর তিনি নিজেকে চলচ্চিত্রমুখী করে তোলেন এবং টেলিভিশনের কাজ কমিয়ে দেন। বাংলাদেশি চলচ্চিত্রে ধারাবাহিক সাফল্য গেরিলার পর জয়া একের পর এক উল্লেখযোগ্য সিনেমায় অভিনয় করেন। তাঁর অভিনীত গুরুত্বপূর্ণ বাংলাদেশি সিনেমাগুলোর মধ্যে রয়েছে: চোরাবালি (২০১২): এখানে একজন সাংবাদিক চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের হৃদয়ে দাগ কেটে যায়। সিনেমাটি তাকে দ্বিতীয়বার জাতীয় পুরস্কার এনে দেয়। অল্প অল্প প্রেমের গল্প (২০১৩): এক আধুনিক নারীর চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকের কাছে জনপ্রিয়তা লাভ করেন। পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২ (২০১৫): বাণিজ্যিক ধারার এই চলচ্চিত্রে জয়া প্রধান নারী চরিত্রে অভিনয় করে প্রমাণ করেন যে তিনি আর্ট ফিল্ম ও কমার্শিয়াল সিনেমা উভয় ক্ষেত্রেই সমান দক্ষ। দেবী (২০১৮): হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি এই সিনেমায় মিসির আলি সিরিজের রানু চরিত্রে জয়া ছিলেন অনবদ্য। তিনি এই সিনেমার প্রযোজকও ছিলেন এবং এটি তাঁর নিজের প্রযোজনা সংস্থা "সি তে সিনেমা"-র প্রথম কাজ ছিল। ভারতীয় (বিশেষত টলিউড) চলচ্চিত্রে জয়যাত্রা ২০১৩ সালে “আবর্ত” সিনেমার মাধ্যমে জয়া টলিউডে যাত্রা শুরু করেন। পরিচালক অরিন্দম শীলের এই চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে। এরপর তিনি একের পর এক কলকাতার ছবিতে নিজেকে প্রমাণ করতে থাকেন। রাজকাহিনী (২০১৫): সৃজিত মুখার্জির পরিচালনায় স্বাধীনতা বিভাজনভিত্তিক এই সিনেমায় তাঁর চরিত্র ‘রুবিনা’ ছিল অসাধারণ। সিনেমাটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়। বিসর্জন (২০১৭): কৌশিক গাঙ্গুলির পরিচালনায় পাকিস্তানি বিধবার চরিত্রে জয়ার অভিনয় ছিলো হৃদয়বিদারক। সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে এবং জয়া পশ্চিমবঙ্গ ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। বিজয়া (২০১৯): বিসর্জনের সিক্যুয়েল এই সিনেমায় জয়া আগের চরিত্রের ধারাবাহিকতা বজায় রেখে আরো গভীর অভিনয় উপস্থাপন করেন। বিনিসুতোয় (২০২১): এই সিনেমায় এক নারীর স্বপ্ন, যন্ত্রণা ও প্রেমকে জয়া নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন। তিনি সত্যজিৎ রায়ের “উত্তরাধিকার” হিসেবে বিবেচিত অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছেন এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উভয় অঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন। পুরস্কার ও আন্তর্জাতিক স্বীকৃতি জয়া আহসান তাঁর ক্যারিয়ারে বহু পুরস্কার পেয়েছেন। উল্লেখযোগ্য কিছু হলো: ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (ইস্ট) টেলিসিনে অ্যাওয়ার্ড জাগরণ ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন এবং পুরস্কার (যেমন: তাসখন্দ, মস্কো, কেরালা ফিল্ম ফেস্টিভ্যাল) তাঁর অভিনীত অনেক সিনেমা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রদর্শিত হয়েছে, যা বাংলাদেশের সিনেমাকে বিশ্ব মানচিত্রে তুলে ধরেছে। প্রযোজনা ও ভবিষ্যৎ পরিকল্পনা “দেবী” চলচ্চিত্রের মাধ্যমে জয়া আহসান প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান “সি তে সিনেমা” নতুন প্রতিভাবান নির্মাতাদের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে তিনি আন্তর্জাতিক চলচ্চিত্রেও কাজ করতে আগ্রহী এবং ইতিমধ্যেই কিছু প্রকল্পে অংশ নেওয়ার কথা জানিয়েছেনউল্লেখ্য, ২০২৫ সালে তান্ডব, জয়া আর শারমিন,উৎসব, পুতুল নাচের ইতিকথা, ডিয়ার মা প্রভৃতি চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় রয়েছেন জয়া আহসান।
জয়া আহসান কেবল একজন অভিনেত্রী নন, তিনি একজন সংস্কৃতি দূত। তাঁর অভিনয় দক্ষতা, পেশাদারিত্ব, শিল্পমানসিকতা এবং নিরলস পরিশ্রম তাঁকে করে তুলেছে দুই বাংলার সর্বাধিক সম্মানিত অভিনেত্রীদের একজন। বাংলাদেশি চলচ্চিত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে যুগের পর যুগ। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে জয়া এক অনুপ্রেরণার নাম—যিনি প্রমাণ করেছেন, প্রতিভা, অধ্যবসায় আর সাহস থাকলে কোনো সীমান্ত, কোনো বাধা সাফল্যের পথে দেয়াল হয়ে দাঁড়াতে পারে না।
ব্যাচেলর ইন ট্রিপের প্রথম দিনের কালেকশন ৩৫.৭ হাজার টাকা
স্টাফ রিপোর্টার।
আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তারকাবহুল আলোচিত চলচ্চিত্র ব্যাচেলর ইন ট্রিপ । চলচ্চিত্রটি ৩ অক্টোবর বাংলাদেশের হলগুলোতে মুক্তি পায়। মুক্তির প্রথম দিন বাংলাদেশের হলগুলো...
বেশিরভাগ সিনেপ্লেক্সসহ পনোরোটির অধিক হলে মুক্তি পাচ্ছে ব্যাচেলর ইন ট্রিপ
স্টাফ রিপোর্টার।
পূজার ছুটি উপলক্ষ্যে ৩ অক্টোবর শুভমুক্তি হচ্ছে নাসিম সাহনিক পরিচালিত ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমা। করোনাপরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে...
৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২০ PMমুকিত জাকারিয়া অভিনীত চলচ্চিত্র ব্যাচেলর ইন ট্রিপ আসছে পূজা উৎসবে
স্টাফ রিপোর্টার।
মুকিত জাকারিয়া অভিনীত নতুন চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ নামের চলচ্চিত্রটি এই পূজার উৎসবে মুক্তি পাবে।...
৩১ আগস্ট ২০২৫ ০৩:২৩ PMআসছে শিশির আহমেদ অভিনীত নতুন চলচ্চিত্র ব্যাচেলর ইন ট্রিপ
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে কর্পোরেট ব্যাচেলর...
২৮ আগস্ট ২০২৫ ০৪:২৪ AMব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের ইলেকট্রনিকস পার্টনার হলো পারফেক্ট ইলেকট্রনিকস
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে ইলেকট্রনিকস...
১৯ আগস্ট ২০২৫ ০৫:০০ AMব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের বিশেষ ব্র্যান্ড পার্টনার হলো ওয়ারফেয়ার গ্রুপ
স্টাফ রিপোর্টার।
আসন্ন পূজা উৎসবে মুক্তির প্রতীক্ষায় রয়েছে আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ‘। চলচ্চিত্রটিতে বিশেষ ব্র্যান্ড...
১৮ আগস্ট ২০২৫ ০১:০২ PMলেখক ও নির্মাতা নাসিম সাহনিকের জন্মদিন আজ
স্টাফ রিপোর্টার.
আজ লেখক ও পরিচালক নির্মাতা নাসিম সাহনিকের জন্মদিন। জন্মদিনের এই সময়ে হলে চলছে তার রচনা চিত্রনাট্য পরিচালনায় নির্মিত নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন...
১০ অক্টোবর ২০২৫ ০৬:০১ AMব্যাচেলর ইন ট্রিপের প্রথম দিনের কালেকশন ৩৫.৭ হাজার টাকা
স্টাফ রিপোর্টার।
আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তারকাবহুল আলোচিত চলচ্চিত্র ব্যাচেলর ইন ট্রিপ । চলচ্চিত্রটি ৩ অক্টোবর বাংলাদেশের হলগুলোতে মুক্তি পায়। মুক্তির প্রথম দিন বাংলাদেশের হলগুলো...
ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের হল কালেকশন
ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের হল...
০৫ অক্টোবর ২০২৫ ০৫:১৫ AMবেশিরভাগ সিনেপ্লেক্সসহ পনোরোটির অধিক হলে মুক্তি পাচ্ছে ব্যাচেলর ইন ট্রিপ
স্টাফ রিপোর্টার।
পূজার ছুটি উপলক্ষ্যে ৩ অক্টোবর শুভমুক্তি হচ্ছে নাসিম সাহনিক পরিচালিত ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমা। করোনাপরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে...
৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২০ PMপ্রকাশিত হলো শিল্পী পূজার পূজা উৎসবের চলচ্চিত্রের গান
স্টাফ রিপোর্টার।
গতকাল ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় টাইগার মিডিয়ার সঙ্গীত বিষয়ক ইউটিউব চ্যানেল টাইগার মিউজিকে প্রকাশিত হয়েছে ব্যাচেলর ইন ট্রিপ চলচ্চিত্রের প্রথম গান ‘বন্ধুদের...
০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৫:২৬ PMমুকিত জাকারিয়া অভিনীত চলচ্চিত্র ব্যাচেলর ইন ট্রিপ আসছে পূজা উৎসবে
স্টাফ রিপোর্টার।
মুকিত জাকারিয়া অভিনীত নতুন চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘ব্যাচেলর ইন ট্রিপ‘ নামের চলচ্চিত্রটি এই পূজার উৎসবে মুক্তি পাবে।...
৩১ আগস্ট ২০২৫ ০৩:২৩ PM